আমি একটা মৌমাছি
ফুলে বেড়াই উড়ে,
মধুর খোঁজে প্রতিদিনই
যাচ্ছি কতই দূরে।
কষ্ট করে মধু জমাই,
বাঁধি সে মৌচাক,
ভালুক আসার দুশ্চিন্তা
মাথায় যে ঘুরপাক।
যদি আসে ভালুকভায়া
খেয়ে নেবে মধু,
আমরাও হুল ফোটাব,
ছাড়ব নাকী শুধু!
আরেক জ্বালা মানুষগুলো-
আসবে আগুন নিয়ে
মধু নেবে চুরি করে,
আমাদের সরিয়ে।
তোমরা থাকো ঘর-বাড়িতে
আমরা থাকি বনে,
আমাদের নাশ কোরো না
ব্যথা পাই যে মনে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
এএ[email protected]