ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সাক্ষরতা দিবসে শিশুতোষ বইমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
সাক্ষরতা দিবসে শিশুতোষ বইমেলা

ঢাকা: বিশ্ব সাক্ষরতা দিবস ২০১৩ উপলক্ষে বিনামূল্যে বই বিতরণ ও শিশুতোষ বইমেলার আয়োজন করা হচ্ছে।

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ আগামী ৭ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার খেলার মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করবে।



দেশের সাক্ষরতার হার বৃদ্ধিকে সহযোগিতা এবং শিক্ষার্থীদের  মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।

এ আয়োজনের ফলে এলাকার শিক্ষার্থীরা স্বল্পমূল্যে বই কেনার ওসিসিমপুর, রুম টু রিড এবং ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বিভিন্ন কার্যক্রম ও খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

এছাড়াও রায়ের বাজার এলাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে লাইব্রেরির সহযোগিতা হিসেবে বিনামূল্যে চার হাজার বই বিতরণ করবে এশিয়া ফাউন্ডেশন।

এই শিশুতোষ বই মেলায় দেশের কিছু শিশুতোষ বইয়ের প্রকাশক ছাড়াও রুম টু রিড, আহছানিয়া মিশন, সিসিমপুর ও ব্রিটিশ কাউন্সিল অংশ নেবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হাসান মজুমদার, রুম টু রিড-এর কান্ট্রি ডিরেক্টর জাকি হাসান, সিসিম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আনোয়ার হোসেন এবং জাগো ফাউন্ডেশনের ফাউন্ডার কারভী রাকসান্ড।

এছাড়াও উপস্থিত থাকবেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শুক্লা দে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা দেশে সাক্ষরতার হার বাড়ানো এবং গল্প বলার মাধ্যমে শিক্ষার মতো বিভিন্ন কৌশল অবলম্বন করে পাঠদান করার বিষয় নিয়ে আলোচনা করবেন।

মেলায় কমিশন ম‍ূল্যে বই কেনার সুযোগ ছাড়াও বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম ও খেলাধুলার আয়োজন করা হবে যেন শিক্ষার্থীরা বই কেনার পাশাপাশি বিনোদনেরও সুযোগ পায়।

অনুষ্ঠান আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনকে সহযোগিতা করবে জাগো ফাউন্ডেশন। পরিচালনা করবেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শুক্লা দে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।