ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া

পূজার বেলা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
পূজার বেলা

ঘণ্টা বাজে, শঙ্খ বাজে,
ধূপের কড়া গন্ধে-
ঢোলের আওয়াজ, ঢাকের তালে
প্রাণটা নাচে ছন্দে।
পটকা বাজি ফুটছে আজি
মহোৎসব ঘিরে,
সানাই বাজে, মণ্ডপ সাজে,
মা আসছেন ফিরে!

বছর ঘুরে দুর্গা আবার
চড়ে সিংহের পরে,
শ্বশুরবাড়ি ছেড়ে ফের
আসবে বাবার ঘরে।



অসুরবধ করবেন মা,
দূর করবেন কালো,
ভালো যা সব উঠবে জেগে,
ফুটবে ভোরের আলো।

প্রসাদ খাওয়া, নাচ গান আর
শত রঙের খেলা-
আনন্দ আর হাসির শেষে
আসবে বিদায়বেলা।

আলতা মাখা ধীর পায়ে
দেবী যাবে ফিরে,
আনন্দটুকু রয়ে যাবে
এ ধরাকে ঘিরে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।