বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার ঐতিহ্য,
বাংলা আমার মনের স্মৃতি
বাংলা প্রাণের সাদৃশ্য।
বাংলা আমার মধুর গান
বাংলা গভীর ভালবাসা,
বাংলা আমার কবিতাগুচ্ছ
বাংলা মনের আশা।
বাংলা আমার মনের দ্যোতক
বাংলা আমার কাছের কেউ,
বাংলা আমার মায়ের আদর
হৃদয়ে জাগে শ্রদ্ধার ঢেউ।
বাংলা আমার স্বাধীনতা
রক্তে ঝরা ঘ্রাণ,
বাংলার একটি অক্ষর যেন
বাঙালির তাজা প্রাণ।
বাংলা আমার মর্যাদা পেয়েছে
বিশ্বের দরবারে,
হয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’
চেতনার স্বরে।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এমএনএনকে/এএ/এমজেডআর