মন ভার আকাশের, কাঁদবে সে আজ খুব,
মেঘমালা উঁকি দিল, সূর্যটা দিল ডুব।
আকাশের মুখ কালো, ছলছল দৃষ্টি
নেমে এলো ধরাতে কান্নার বৃষ্টি।
আকাশের কান্নায় ভিজে সারা পাখি-ফুল,
পানিতে নূপুর বাজে মুখরিত নদীকূল।
সে সুরে ময়ূর নাচে মন খুশি আজ তার,
কাক শুধু ভিজে চলে- ডেকে ওঠে বারবার।
বেজে চলে, বেজে চলে বৃষ্টির ছন্দ,
আকাশের মন ভার, প্রকৃতির আনন্দ।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এএ/আরআইএস