ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সিএনসি পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩
সিএনসি পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ

ঢাকা: সেন্টার ফর ন্যাশনাল কালচার-সিএনসির ১৭তম সাহিত্য-প্রণোদনা পেয়েছেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ।

গত রোববার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি ও গীতিকার কে জি মোস্তফা।



গবেষক শাহ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কবি আতিক হেলাল। আরও বক্তব্য দেন, অ্যাডভোকেট কে এম আশরাফ, কবি মাসরুর নেপচুন, সাঈদ জোবায়ের, দেওয়ান রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিলন ও ডা. সিয়াম আহমেদ অপু।

অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন, কবি মোহাম্মদ তৈয়ব, আহমদ মামুন, বিমল চন্দ্র সাহা, হেলাল উদ্দিন ভুইয়া। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাসুদ রানা।

শাহজাহান মোহাম্মদ নিয়মিত ছড়া, কবিতা ও গল্প লেখেন। রয়েছে বেশ কয়েকটি বই।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।