ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

৪ ফেব্রুয়ারি এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণ

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
৪ ফেব্রুয়ারি এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণ

আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার-২০১০’ বিতরণী অনুষ্ঠান। ওই দিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হবে।



ছড়া-কবিতা শাখায় একজন, গল্প-উপন্যাসে একজন, সাধারণ গদ্য শাখায় একজন এবং মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গ্রন্থের জন্য একজন সাহিত্যিক এই পুরস্কার লাভ করবেন। পুরস্কার হিসেবে থাকছে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

একই সময় বইপড়া ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিশুকে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও কবি বেলাল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।