ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পশুপাখি সমাজের গল্প

আমিনুল ইসলাম, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩
পশুপাখি সমাজের গল্প

সে অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক জঙ্গল।

সেখানে পশুপাখি বাস করতো। সেটি ছিল পশুপাখিদের সমাজ।

পশুপাখি তে মিল হয়না তো হয়-ই না। পশুদের দাবি, পাখি সমাজ উড়তে পারে তাই তারা উড়ে এসে জুড়ে বসে। কখনো কখনো পশুদের ঘাড়েও চেপে বসে; কিন্তু পশুদের কিছুই করার থাকে না। কারণ পাখিরা উড়ে চলে যায়। জঙ্গলে শান্তি নষ্টের জন্য এক পাখি সমাজই যথেষ্ট।

অন্যদিকে, পাখিদের দাবি সব দোষ ওই পশু সমাজের। পশুদের গায়ের জোর অনেক বেশি। আর গায়ের জোরে এরা জঙ্গলের পাখি থেকে শুরু করে সব কীটপতঙ্গ সাফ করে ফেলছে। জঙ্গলে অশান্তির জন্য ওই পশু সমাজই দায়ী।

এসব দেখে নিজেদের বাঁচানোর জন্য জঙ্গলের কীটপতঙ্গ এগিয়ে আসে। তাঁরা দাবী করলো আমাদের সমস্যা তো এভাবে সমাধান হবার নয়। শুনেছি দূর দেশে মানুষ নামক প্রাণী বাস করে। আমাদের উচিত তাদের পরামর্শ নেওয়া। তারা নিশ্চয়ই আমাদের কোন একটা সমাধান দিতে পারবে।

সে অনেক অনেক দিন আগের কথা!

আমিনুল ইসলাম: শিক্ষক, সমাজ বিজ্ঞান বিভাগ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইমেইল- [email protected]

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।