নামটা তার কে রেখেছে জুঁই?
ফুলের সুবাস পাই না মোটে
যতই নাকে ছুঁই।
নাম ছেলেটার কে রেখেছে চাঁদ?
মনটা জুড়ে দুঃখ গাঁথা
আঁধার অবসাদ।
কালা মিয়ার রঙটা সাদা
বাদশা মিয়া কুলি,
রাজা মিয়া ভিক্ষে করে
ঝুলিয়ে কাঁধে ঝুলি।
নামের সাথে বাস্তবে নেই
তেমন কারো মিল,
মিল থাকলে মতি ভরা
থাকত মতিঝিল।
নামে কোনো যায় আসে না
কাজটা হলো ঠিক,
কর্ম ছড়ায় কালো এবং
আলো চতুর্দিক।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩