ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুদের বাংলা ওয়েবসাইট এনসিটিএফকণ্ঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩

ঢাকা: শিশুদের অধিকার রক্ষা ও তাদের মনে আনন্দ যোগাতে উদ্বোধন করা হলো বাংলা ওয়েবসাইট এনসিটিএফকণ্ঠ।

শনিবার বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে শিশুতোষ এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়।


 
সামাজিক উদ্যোগ সংস্থা ডিনেট ও শিশু অধিকার সংগঠন সেভ দ্য সিলড্রেন বাংলাদেশ’র সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স’র ডিজিটাল ফিউচার ফর চাইল্ড রাইটস গভর্নেন্স প্রকল্পের আওতায় ওয়েবসাইটটি কার্যক্রম পরিচালনা করবে।
 
সেভ দ্য চিলড্রেন’র বাংলাদেশ শাখা ও এনসিটিএফ’র পরিচালক বিরগিত লুন্ডব্যাক এবং ডিনেট পরিচালক অজয় বোস গুপ্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
 
উদ্বোধন শেষে বিরগিত লুন্ডব্যাক বলেন, এ প্রকল্পের লক্ষ্য হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে গতিশীল করা। শিশুদের সমস্যা সমাধানে তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি করা। আশা করি এ ওয়েবসাইট শিশুদের আনন্দ দানের মাধ্যমে তাদের মাঝে বন্ধন তৈরি করতে পারবে।

বাংলাদেশ শিশু একাডেমির সদস্য  রেজিনা আক্তার বলেন, বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে সহায়তা করার জন্য এ প্রকল্পের আওতায় এনসিটিএফকণ্ঠ তৈরি করা হয়েছে। যেখানে শিশুরা জানতে পারবে তাদের মনের কথা। সেই সঙ্গে জানতে পারবে তাদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা তথ্য। হাতে আঁকা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবে নিজেদের। পড়তে পারবে মজার কমিকস্, আপলোড করতে পারবে নিজের আঁকা ছবি। শিশুরা নিজেদের মধ্যে সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারবে। নিজেদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে।
 
উদ্বোধন শেষে ওয়েবসাইটটির উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন ডিনেট পরিচালক মোস্তফা হায়দার জাকি। এসময় বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ’র প্রতিনিধি ইসতিয়াক আহমেদ শাওনসহ বিভিন্ন সামাজিক ও শিশু সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।