ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফাগুনের মোহনায় চঞ্চল শিশুরা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ফাগুনের মোহনায় চঞ্চল শিশুরা

পলাশ ডালে আগুন লাগতে শুরু করেছে, তাই দেখে উঁকি ঝুঁকি দিচ্ছে কোকিল পাখিও। তার গান গাইবার সময় হয়ে গেছে যে!
হ্যাঁ, আমাদের জন্য অনেক রঙের খেলা নিয়ে আনন্দের ভেলায় চড়ে আবার এসেছে ফাল্গুন।

পুরো এক বছর পর দরজায় কড়া নেড়েছে ঋতুরাজ বসন্ত। সঙ্গে নিয়ে এসেছে হরেক রকম ফুল, কোকিলের মিষ্টি গান আর অনেক রঙের আনন্দ।

প্রতি বছরই মাঘ মাস যখন বিদায় নেয়, তখন আগমন হয় ফাগুনের। আর ফাগুনের আগমনের মাধ্যমেই ষড়ঋতুর বাংলাদেশের সর্বশেষ ঋতু বসন্ত পদার্পণ করে। বসন্ত কিন্তু সব ঋতুর রাজা, অর্থাৎ ঋতুরাজ। জানো তো সে কথা? তাই ঋতুরাজকে বরণ করে নেওয়া হয় বর্ণাঢ্য সব আয়োজনের মাধ্যমে। আর এই সকল আয়োজনকে আমরা বলি ‘বসন্তবরণ অনুষ্ঠান। ’

আজ পহেলা ফাল্গুন। এ দিন কিন্তু শুধু বড়রাই বাসন্তীরঙা শাড়ি পরে বসন্তকে বরণ করে না, বসন্তবরণে অংশ নেয় ছোটরাও। বসন্ত তো সবার। ছোট-বড়, ধনী-দরিদ্র সবার জন্যই আসে বসন্ত। সবার জন্যই নিয়ে আসে অনেক অনেক খুশি আর আনন্দ।

শহরজুড়ে আজ কচি-কাচা শিশুদের রঙে রঙিন। কেউ এসেছে মা-বার হাত ধরে আবার কেউ ভাই-বোন বন্ধুর সঙ্গে।

মিষ্টি মুখের দুষ্টু হাসিতে বাসন্তী রং আর বর্ণিল আল্পনা ইঙ্গিত দেয় নতুন দিনের শিশুদের এগিয়ে যাওয়ার আলোর পথের।
বসন্ত বাতাসে মাথায় ফুলের ডালি সাজিয়ে হাসিমুখ ছোট শিশুদের স্বপ্ন ওড়ে বুদ বুদের মতো।

সুন্দর এ দিনে নানা রঙের আনন্দে নিজেদের রাঙিয়ে নিই আমরা। তুমিও অনেক রঙের আনন্দে নিজেকে রাঙাও আজ ফাগুনের মোহনায়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।