ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বাধীনতার চেতনায় ‘চেতনা ’৭১’

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
স্বাধীনতার চেতনায় ‘চেতনা ’৭১’

’৭১ এর চেতনা বুকে ধারণ করেই প্রতিনিয়ত সামনে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রতি মুহূর্তেই আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ১৯৭১ সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধ।



১৯৭১ এর চেতনা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার বিষয়টিই তুলে ধরছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য ‘চেতনা ৭১’।

এই ভাস্কর্যটি বর্তমান সময়ের প্রতীক। ভাস্কর্যে একজন ছাত্র বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে ও একজন ছাত্রী দুহাতে আঁকড়ে রেখেছে বাংলাদেশের সংবিধানের প্রতীকী বই।

শাবিপ্রবির ২০০৫-২০০৬ বর্ষের শিক্ষার্থীরা ২০০৯ সালে অস্থায়ীভাবে তৈরি করেন চেতনা ’৭১। পরবর্তীতে বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলিত চেষ্টায় ভাস্কর্যটি হয়ে ওঠে আজকের চেতনা ‘৭১।

ভাস্কর্যটির ভিত্তি বেদির তিনটি ধাপ লাল ও কালো সিরামিক ইট দিয়ে তৈরি করা হয়েছে। তিনটি ধাপ মিলে ভিত্তি বেদির উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি, তার উপরে মূল বেদি ৪ ফুট এবং তার উপরে অবস্থিত মূল ভাস্কর্যটি ৮ ফুট লম্বা। ভাস্কর্যটির নকশা করেছেন মোবারক হোসেন নৃপাল।

বাংলাদেশের তরুণ প্রজন্মই রক্ষা করবে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। একাত্তরের চেতনায় জাগ্রত হয়ে তারা এ দেশের কল্যাণের জন্য কাজ করবে, রুখবে সকল অন্যায়-অবিচার। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ‘চেতনা ’৭১’ যেন তরুণদের সেই প্রতিজ্ঞাই।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।