ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাজ নিয়েই বাঁচে ।। জাকির আজাদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ১, ২০১৪
কাজ নিয়েই বাঁচে ।। জাকির আজাদ

নয় বছরের শিশু নিজাম
সকাল থেকে সাঁঝে,
তিরিশ টাকা পায় মজুরি
ইট ভাঙারই কাজে।

ঘরে আছে অন্ধ বোন
যক্ষ্মা রোগী মা-যে,
তাদের ফেলে চলে গেছে
বাপটা ছিলো বাজে।



বছর ঘুরে মে‘ডে আসে
নানা মাত্রা- ধাঁচে,
দিনটি পালন করতে সবাই
ঝাণ্ডা নিয়ে নাচে।

কাজটা ফেলে যায়না নিজাম
এসব কিছুর টাচে,
জীর্ণ বস্ত্রে আধপেট খেয়ে
কাজ নিয়েই বাঁচে।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।