ইচ্ছেটা খোকার ঘুড়ি হয়ে আকাশে ওড়ে ওই
মেঘাকাশে খুঁজছে সেটা, কী যেন পই পই,
মেঘবালিকার বাড়ি কোথা? কোথা যে তার বাস?
ইচ্ছে খোকার তারি সাথে থাকবে বারো মাস।
মেঘবালিকা মিষ্টি ভারি, রূপের নেইকো শেষ
রূপকথারই রানী সে যে,কী যে দারুণ বেশ!
মেঘবালিকার ডানায় চড়ে আকাশ দেবে পাড়ি
থাকবেনা এই ধরাধামে,সবার সাথে আড়ি।
মা বকেছেন,তাই বলে কী,রাগ করা যায় বলো?
মাকে ছাড়া? ভাবতেই খোকার আঁখি ছল ছল,
ধ্যুততারি ছাই। ভাবছে কীসব? যত্তো আজে বাজে
মায়ের সাথে আড়ি দেওয়া? খোকার কী আর সাজে?
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১১, ২০১৪।