ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও ঈদ উপহার: কলমদানি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
নিজেই বানাও ঈদ উপহার: কলমদানি

ঈদ আসতে খুব বেশিদিন বাকি নেই। ঈদে তো তুমি নিশ্চয়ই প্রিয়জনদের সুন্দর কোনো উপহার দিতে চাও।

কী দেবে তা ভেবেছ? আচ্ছা, উপহারটা যদি হয় তোমার নিজের তৈরি, তাহলে কেমন হয়?

চলো শিখে নিই কীভাবে নিজেই একটা সুন্দর কলমদানি তৈরি করা যায়।



যা লাগবে তোমার:
টিনের কৌটা, পাটের রশি বা রঙিন ফিতা, রং, তুলি, আঠা, কাঁচি।



যেভাবে করবে:
প্রথমেই পছন্দমতো একটা কৌটা নিয়ে নাও। কৌটাটার সারা গায়ে আঠা লাগিয়ে নাও।



এবার খুব সাবধানে উপর থেকে নিচ পর্যন্ত পাটের রশি পেঁচিয়ে নাও। চাইলে তুমি এখানে রঙিন ফিতাও ব্যবহার করতে পারো। আঠা শুকিয়ে গিয়ে তোমার রশি বা ফিতা কৌটার সঙ্গে শক্তভাবে আটকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো।



এখন এর উপরে পছন্দমতো রং করে নাও। সেটা হতে পারে কোনো ছবি বা নকশা।



ব্যস। তৈরি হয়ে গেল তোমার কলমদানি। অবশ্য ইচ্ছে হলে এটার ভেতর ফুলও রাখা যাবে। এখন তুমি ঈদে ভাই-বোন, পরিবারের যে কেউ বা কোনো বন্ধুকে এই সুন্দর উপহারটা দিতে পারো।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।