ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু একাডেমিতে চলছে বইমেলা

জাহিদ ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১
শিশু একাডেমিতে চলছে বইমেলা

অমর একুশে বইমেলা শেষ হতে না হতেই শিশু একাডেমিতে শুরু হয়েছে বইমেলা। তোমাদের জন্য এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি।



‘দিন বদলে শরিক হই, গড়তে দেশ পড়বো বই’ শ্লোগানে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মঙ্গলবার মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শিরিন শারমিন চৌধুরী।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শিশুর জ্ঞান অর্জনের মুখ্যপথ বইপড়া। বই সৎ ও সুন্দর হওয়ার মন্ত্র দেয়। আদর্শ জীবন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই।

শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিকুল ইসলাম।

মেলায় প্রথমবারের মতো দেশের ৮৫টি প্রকাশনা সংস্থা তাদের শিশুতোষ বই নিয়ে অংশ নিয়েছে।

মেলায় প্রতিদিনই তোমাদের জন্য উপস্থিত থাকছে সিসিমপুরের হালুম এবং টুকটুকি। তো আর দেরি কেন? এখনই বইয়ের তালিকা করে চলে যাও বইমেলায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।