শিশির ঝরে দিন-রাত্রি,
ভেজায় জগত তাতে,
ছোট্ট কচি শিমের ডগাও
ভেজে সারা রাতে।
সাদা ফুলে উঠছে ভরে
বাঁশের ছোট্ট মাচা,
আঁকা যেন ছবি কোনো
সবুজ-সাদার খাঁচা।
অনেক গাছে বেগুনি ফুল
ডগায় ডগায় ঝোলে,
শীতের হাওয়া শিশির সাথে
নানা রূপে দোলে।
সবুজ পাতায় আঁকা ছবি
কোমল সবুজ বোঁটা,
ফুলে ফুলে স্নিগ্ধ রূপে
জমে শিশির ফোঁটা।
undefined
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫