ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কেমন করে এলো : মে দিবস

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
কেমন করে এলো : মে দিবস

ঢাকা: মে দিবসের নাম তোমরা প্রায় সবাই জানো। মজার আরেক তথ্য হচ্ছে মে দিবসটি কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও পরিচিত।

মে মাসের প্রথম এই দিনটি পৃথিবীর প্রায় সবদেশেই উদযাপিত হয়। দিবসটিতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই ছুটি থাকে।

১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন। তাদের এ দাবি কার্যকর করার জন্য তারা ১৮৮৬ সালের ১ মে পর্যন্ত সময় বেধে দেন। সে সময় সাধারণ শ্রমিকদের সপ্তাহের ৬ দিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতো। বিনিময়ে মজুরি পেত খুবই কম।

মালিকগণ দাবি না মানায় ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দিনে ৮ ঘণ্টা কাজ করার দাবিতে আন্দোলনরত শ্রমিকরা এক সমাবেশের আয়োজন করে। এসময় পুলিশের ওপর বোমা হামালার অভিযোগ এনে পুলিশ সমাবেশের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হয় ১১ জন শ্রমিক। এই আত্মত্যাগের মধ্য দিয়ে আসে মহান মে দিবস।

১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে  ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে দিনটি মহান মে দিবস হিসেবে দেশে দেশে পালিত হয়ে আসছে।


বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।