ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মা | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মে ৯, ২০১৫
মা | বাসুদেব খাস্তগীর

লক্ষ হাজার শব্দ নিয়ে
নিত্য ভাবি আমি,
একটি শব্দ আমার কাছে
সবার চেয়ে দামি।

নেই তুলনা তার কোনো
শব্দ সাগর মাঝে,
আমার কানে শব্দটি তাই
মধুর হয়ে বাজে।



মায়ের নাম নিলেই দূর
দুঃখ, জরা, ভয়,
নামের পরশ মনে আনে
সুখের হিমালয়।

ছোট্ট এমন শব্দটির তাই
নেই যে কোনো তুল্য,
মা নামের মধুর শব্দের
যায় না দেয়া মূল্য।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।