ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মায়ের খুশি

মাহমুদ মেনন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ৭, ২০১১
মায়ের খুশি

দুটি পাতায় একটি আম,
আঁকতে খুকুর ছুটছে ঘাম।

আম আঁকতে বারে বারে,
বোঁটা আঁকে মাথার ধারে।



প্রতি বারই মাথায় হাত,
আম আঁকতে দিনটি পাত।

ছিঁড়ছে খাতা ছুঁড়ছে রং,
এটা আমের বেজায় ঢং।

চোখ দুটি তাই হচ্ছে ভারি,
ভরবে জল পাতলে হাঁড়ি।

হঠাৎ করেই খুললো মাথা,
উল্টে নিলো আঁকার খাতা।

সুন্দর করে লিখলো ৫,
বোঁটার কাছে দুটো মাছ।

উল্টে নিলো খাতা,
ঘুরেই গেলো মাথা।

দুটি পাতায় একটি আম,
দেখে খুশি হবেই মাম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।