ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষার দু’টি ছড়া | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বর্ষার দু’টি ছড়া | নাজিয়া ফেরদৌস

১.
বর্ষা এলো ডোবার পাড়ে
ডাকছে দেখো ব্যাঙ;
পেট ফুলিয়ে ডাকছে তারা
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ্।

বকের ছানা আজ এসেছে
ব্যাঙের বাড়ি খেতে;
মাছেরা তাই গান ধরেছে
সে পথ দিয়ে যেতে।



শেয়াল মামা বেজায় রাগী
একচোখ তার কানা।
ধপাস্ করে পিছলে পড়ে
ভাঙলো কোমরখানা।



২.
এক যে আছে বৃষ্টি মেয়ে
মেঘের গাঁয়ে বাসা;
বর্ষা কালে নূপুর পায়ে
নাচ ধরলো খাসা।

বৃষ্টি কণা খঞ্জনিতে
তাল দিলো ঝুমঝুম;
মেঘ বাজালো বড় ঢোলক
গুম্ গুম্ গুম্!

বৃষ্টি মেয়ের মিষ্টি হাসি
আর নৃত্যের তালে;
ছোট্ট খুকু উঠলো হেসে
টোল পড়লো গালে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।