ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফুটন্ত কাদা (ভিডিওসহ)

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ফুটন্ত কাদা (ভিডিওসহ)

প্রকৃতির রহস্যের শেষ নেই। খুব সাধারণ জিনিসকেও অসাধারণ বানিয়ে ফেলতে পারে প্রকৃতি।

এই যেমন কাদার কথাই বলি। বৃষ্টির দিনে আমাদের নিত্য সঙ্গী।

কিন্তু এই কাদা কখনো গরম পানির মতো ফুটতে পারে? হয়তো চুলায় নিয়ে রান্না করার চেষ্টা করলে কাদাকে ফোটানো যেতে পারে, কিন্তু একা একা কাদা ফুটছে, এমন কখনো শুনেছ?

এমন বিস্ময়কর ঘটনাও কিন্তু ঘটে পৃথিবীতে। নিউজিল্যান্ডের রোটোরুয়ার টউপো হ্রদে এমন অবাক করা দৃশ্য চোখে পড়ে।

এখানে ফুটন্ত কাদামাটি দেখা যায়। মূলত মাটির নিচে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণেই উপরে কাদা ফুটতে থাকে সবসময়। কিছু জায়গায় অবশ্য পানিও ফুটছে, কিন্তু সেই জায়গাগুলোতে শুধুই ধোঁয়া দেখা যায়।

শুধু নিউজিল্যান্ড নয়, বিশ্বের আরও অনেক জায়গায়ই এমন প্রাকৃতিক ফুটন্ত কাদা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।