ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল

ঢাকা: তার বয়স ২৬ বছর ১৩ দিন। বয়স শুনে তাকে টগবগে তরুণ মনে হওয়াই স্বাভাবিক।

কিন্তু না, সে আসলে সবচেয়ে বয়স্ক। তার বয়স সবার চেয়ে বেশি।   অবাক হচ্ছো?

বলেই ফেলি তাহলে। সে আসলে মানুষ নয়, একটি বিড়াল!


বিশ্বের সবচেয়ে বয়স্ক এ বিড়ালটির নাম কর্ডারয়। যুক্তরাষ্ট্রের ওরেগনে বাস করে সে। তার মালিক অ্যাশলে রিড ওকুরা। অ্যাশলের বয়স যখন সাত বছর তখন সে কর্ডারয়কে পায়।

কর্ডারয় অন্য সব বিড়ালদের মতোই ইঁদুর শিকার করতে ভালোবাসে। তার পছন্দের খাদ্যতালিকায় রয়েছে ইঁদুর ও চেডার চিজ।


গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)  গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্ডারয়কে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসএমএন/এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।