ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দাদুর গল্প | হোসনে আরা জাহান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
দাদুর গল্প | হোসনে আরা জাহান

দাদুর মুখ টুকটুকে লাল
মুখে পুরে পান
আস্ত পানে সুপুরি আর
জর্দা খয়ের খান।
মজার মজার গল্পগুলো
দুলে দুলে শোনান
গল্প শেষে সুখের বেশে
বসে বসেই ঘুমান।


ভালোবাসেন আমায় দাদু
সবার থেকে বেশি
গল্পে থাকে পেটুক ভূত আর
পেত্নী আউলা কেশী।
ভূতগুলো সব বড্ড পাজি
গোপন কথা জানে
লেখাপড়ায় ফাঁকি দিলে
বলে মায়ের কানে।
পেত্নীরা সব হাসে শুধু
কেউ যদি ভুল করে
লম্বা চুলে বেণী বাঁধে
হলুদ শাড়ি পরে।
ভূতেরা রয় জড়োসড়ো
পেত্নীগুলোর ভয়ে
শীতের জলেও নেয়ে ওঠে
ঠাণ্ডা বরফ সয়ে।
নাক ডাকে ভূত ঘুমিয়ে গেলে
বাতাস গুড়ুম গুড়ুম
ঝেটিয়ে ঘুম শিকেয় তোলে
পেত্নী ধাড়ুম ধুড়ুম।
হা করে মুখ তেঁতুল ডালে
ভূত যে অলস ঘুমায়
পেত্নী আসার খবর পেলেই
হুড়মুরিয়ে পালায়!
দাদু হাসেন আমিও হাসি
ভূত যে নাজেহাল
তেতুল বনের বাদরগুলোও
হাসছে দেখে হাল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।