ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হ্যারি পটারের নতুন গল্প ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
হ্যারি পটারের নতুন গল্প ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’

ঢাকা: হ্যারি পটার সিরিজের বই পড়েছো সিনেমাও দেখেছো। এবার মঞ্চনাটকে আসছে শিশু-কিশোরদের কাছে তুমুল জনপ্রিয় হ্যারি পটার।

হ্যারি পটারের শেষ বইটি প্রকাশ হয় ২০০৭ সালে। এরপর ২০১০ ও ২০১১ সালে সপ্তম সিরিজটির সিনেমা দু’টি খণ্ডে মুক্তি পায়।
 
বিশ্বসেরা জাদুকর হ্যারি পটারের গল্প এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু দুনিয়া কাঁপিয়ে জে কে রাউলিং সম্প্রতি ঘোষণা দিলেন আসছে হ্যারি পটারের নতুন গল্প। সবচেয়ে চমৎকার খবর হলো ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ নামের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে প্রথম হ্যারি পটার সিরিজের মঞ্চ নাটক।

মূল ঘটনা অবলম্বনে অ‍াসন্ন নাটকটির চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন। পরিচালনা করবেন অলিভার ও জন টিফানি। পুরো গল্পের চরিত্রগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে নাটকটি দু’টি খণ্ডে মঞ্চায়িত করা হবে বলে সম্প্রতি টুইটারে জানিয়েছেন লেখিকা রাউলিং।
 
হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড নতুন গল্প, চরিত্র ও নতুন উন্মাদনা নিয়ে আসছে বলে টুইটারে জানিয়েছেন তিনি।

জে কে রাউলিং জানান, হ্যারি পটারের এ গল্পটি একেবারেই নতুন। আগের সিরিজের সঙ্গে এর কোনো মিল নেই। এখানে পটার পরিবারের নামকরণের ইতিহাস, তার পূর্বপুরুষ, হ্যারি পটারের পিতামহের পরিচয় ও জাদুর আলখাল্ল‍ার নতুন গল্প পাওয়া যাবে।

হ্যারি পটার মঞ্চনাটক আগামী বছর গ্রীষ্মে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হবে। পটারমোর ডট কম ওয়েবসাইটে এর বিস্তারিত দেওয়া হয়েছে।
 
চিত্রনাট্যকার জ্যাক থর্ন জানান, এটা খুবই আনন্দের বিষয় হ্যারি পটার চরিত্রটিকে মঞ্চে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।

তিনি আরও জানান, তিনি নিজেও হ্যারি পটারের দারুণ ভক্ত।

তবে এ মঞ্চনাটক ২০১৬ তে এলেও এখন থেকেই এর টিকেট বিক্রি শুরু হয়েছে। এছাড়াও HarryPotterthePlay.com থেকে এখন থেকেই টিকিট বুক করে রাখতে পারেন।

সুসান এল. জোরেভিক্স পটারমোর ওয়েবসাইটের নিবার্হী কর্মকর্তা জানান, জে কে রাউলিং তার জাদুর দুনিয়াকে আরও বিস্তৃত করলেন। ঠিক যেনো জাদুমন্ত্রের মতোই তা ছড়িয়ে পড়লো।

নাটকটির দু’টি খণ্ডই একই দিনে সকালে ও সন্ধ্যায় বা পরপর দুই সন্ধ্যায় দেখানো হবে বলে আগাম জানা যায়।

জ্যাক জানান, আমার বিশ্বাস অন্য সাতটি বইয়ের মতো এবারের গল্প ও মঞ্চায়িত নাটকটি সবার ভালো লাগবে।

হ্যারি পটারের বিগত সাতটি বই এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় চারশো ৫০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। একইসঙ্গে ব্যবসা সফল অ‍াটটি সিনেমা থেকে আয় হয়েছে ৪.৪ বিলিয়ন ব্রিটিশ পাউন্ডেরও বেশি।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।