ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্ব শিশু দিবস

শিশু নির্যাতন প্রতিরোধে খেলাঘরের গোলটেবিল সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শিশু নির্যাতন প্রতিরোধে খেলাঘরের গোলটেবিল সোমবার

ঢাকা: সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে এদিন শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে শিশ-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর অঅসর।



বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফট এর-৬) ‘শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশুর উন্নয়নে করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।  

বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারী। আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া, বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, তেল-গ্যাস-বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শহীদুল্লাহ শিকদার, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও মোজাম্মেল হোসেন মঞ্জু প্রমুখ।

বৈঠকে সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।