ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ট্যাংরাতলার খ্যাংড়া নাচ

রেবেকা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ট্যাংরাতলার খ্যাংড়া নাচ

ট্যাংরাতলার শ্মশানঘাটে খ্যাংড়া নাচের উৎসব
নাচবে ওতে দেশের যত পেত্নি, দানো, ভূত সব
তোমার যদি ইচ্ছে করে দেখতে ওদের নৃত্য
ট্যাংরাতলায় নিয়ে যাবে করম আলীর ভৃত্য।

রম আলীর ভৃত্য বকর, সবাই ডাকে বক্ক
সকল ভূতের সঙ্গে নাকি আছে দেদার সখ্য
ধুমসে নাকি আড্ডা মারে ভূতরাজাদের মর্তে
কিন্তু তোমায় নিয়ে যাবে গোটা পাঁচেক শর্তে।



















র্ত প্রথম মাখতে হবে শরীরে আলকাতরা
কষ্টি রঙের রশ্মি তুলে করতে হবে যাত্রা
শর্ত পরের পরতে হবে বুঝলে ও ভাই বোনটি
নাঙ্গা পায়ে হাড়ের খাড়ু, গলায় পাতার কণ্ঠি।

তিসরা হল লাগিয়ে মুখে নকল দাঁতের পাট্টি
হাসতে হবে দাঁত কেলিয়ে লাগবে ফাটাফাট্টি।
শর্ত চারি চলবে নাতো কান্না জোরে, আস্তে
ভূতরা যাতে ভাবতে পারে ভাগ্নি কিংবা ভাস্তে।

ইবে কথা চিকনা স্বরে শর্ত হলো শেষটা
হাঁটতে হবে দু’আঙুলে যতই হাসুক কেষ্টা
শর্তগুলো মেনে যদি কথা করো পক্ব
ট্যাংরাতলার নাচের কিনবে টিকিট বক্ক।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।