ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছেঘুড়ির নেই যে জুড়ি | মাহমুদ মেনন

ছড়া ~ ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ইচ্ছেঘুড়ির নেই যে জুড়ি | মাহমুদ মেনন

ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি
ইচ্ছেমতো উড়োউড়ি
দূর আকাশে ছড়িয়ে দিয়ে লেজ
 
ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি
ইচ্ছে যেতে যতো দূরই
যাও উড়ে যাও, দাও দেখিয়ে তেজ
 
ইচ্ছেযতো ওই আকাশে
ছড়াও তোমার রঙ
ইচ্ছেঘুড়ি, ইচ্ছেমতোন
সাজো নানান সঙ
 
ইচ্ছেঘুড়ি, ইচ্ছেঘুড়ি
ইচ্ছে কতোশত
ইচ্ছে যতো, ইচ্ছে ততো
ইচ্ছে তোমার মতো
 
ইচ্ছের ঘুড়িটা
বেড়ে হয় কুড়িটা
কত রঙ ধরে যে
নেই যার জুড়িটা...
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।