ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পাখির ডেরা | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
পাখির ডেরা | সুমন বিশ্বাস

ছোট্ট আমার বাড়িখানা
গাছগাছালি ঘেরা,
দোয়েল শালিক বুলবুলি
ফিঙে টুনির ডেরা।

কিচিরমিচির গানে তারা
দিবানিশি মাতোয়ারা,
এ ডাল ও ডাল নেচে সারা
মুগ্ধ আমার নয়নতারা।



কী যে খুশির বান বয়ে যায়
মনের দুকূল ছাপিয়ে ধায়,
ক্লান্ত কায় গাছের ছায়
বসলে ওরা গান শোনায়।

ওরা আমার খুবই আপন
বঁধূর মতো থাকে পাশে,
আমার কষ্টে কাঁদে আবার
আমার সুখে হাসে।

সকাল বেলা ঘুম ভাঙায়
বাজিয়ে ওদের একতারা,
সেই সুরেতেই জেগে ওঠে
আকাশ গাঁয়ের পুব পাড়া।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।