ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন ধানের গন্ধ | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
নতুন ধানের গন্ধ | আবু বকর হারুন

সোনারঙা ধানের শীষে
বইছে হিমেল হাওয়া,
ব্যস্ত কৃষাণ ভুলে গেছে
নিত্য নাওয়া খাওয়া!

নতুন ধানের গন্ধে বিভোর
সোনার বাংলাদেশ,
সরলমনা কৃষাণীরাও
এখন ব্যস্ত বেশ।

ধান মাড়িয়ে সিদ্ধ করে
গোলায় তুলেই তবে,
পিঠাপুলি পায়েস রাঁধার
ধুম যে শুরু হবে।



যাত্রাপালা গানের আসর
মাতিয়ে দেবে গাঁও,
হেমন্তে এই ধানের মাসে
আরকি বল চাও ?

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।