ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মালিকানার গল্প | অমিয় দত্ত ভৌমিক

কবিতা ~ ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মালিকানার গল্প | অমিয় দত্ত ভৌমিক

শোষণ শাসন আর বঞ্চনা সইতে সইতে
অনুভূতি ভোতা হয়ে গিয়েছিল
কোমায় চলে যাওয়া রোগীর মতো

কিন্তু চোখগুলো ছিল অবিচল
প্রতীক্ষার প্রহর গুনছে লাখো লাখো চোখ
কে ধরবে হাল?

ডাকবে প্রতিশোধ আর নিজের
অস্তিত্বকে জানান দিতে
বুঝে নিতে নিজ ভূমি অধিকার

একদিন এসেছিল সেইদিন
কবি এসে দাঁড়িয়েছিল মঞ্চে
গর্জে উঠেছিল কবির বজ্রকণ্ঠ
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

মৃত্যু হাতের মুঠোয় করে হায়েনা তাড়াতে
মাঠে নেমে এসেছিল কৃষক শ্রমিক ছাত্র...
ধর্ম বর্ণ বয়সকে তোয়াক্কা না করে
স্বাধীনতা পেতে ঝাপিয়ে পড়েছিল সবাই

ততদিনে রক্তস্রোত মিশে গিয়েছিল
বাংলার নদীর স্রোতধারায়

রক্তের ছোপ ছোপ দাগ
মিশে গেছে ধুলোবালি আর কাদায়

আমাদের প্রিয় স্বাধীনতা এসে মিশেছিল
প্রাণের সবুজ শ্যামল মাঠে

সেই থেকে আজ আমরা
দুই লাখ ছেচল্লিশ হাজার সায়ত্রিশ বর্গকিলোমিটারের মালিক।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।