ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দেশমাতা | হোসনে আরা জাহান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
দেশমাতা | হোসনে আরা জাহান

                                                                             
বাংলা মায়ের সবুজ শাড়ি
ধানি রঙের পাড়
চোখের জলে রং ফুরোলো
মায়ের আঁচলটার।
জংলি ছাপা আঁচলটাতে
স্বপ্ন-গহিন মায়া
দখিন বাহু জড়িয়ে আছে
শান্ত-শ্যামল ছায়া।


জোয়ার ভাটা দোলাচলে
আছড়ে পড়ে জল
মায়ের দুটি চরণ তলে
স্নিগ্ধ কোলাহল।
দিগন্তে ঐ ভোরের আজান
সাঁঝের শাঁখে সুর
মায়ের মুখে স্নেহের হাসি
শান্ত সুমধুর।
গির্জাতে ঐ ঘণ্টা বাজে
ফানুস ওড়ে লাখো
মায়ের চোখে প্রশান্তি এক
তোমরা এসে দেখো।
পদবিতে নেই ভেদাভেদ
মায়ের কাছে কোনো
সবার দুঃখে কাঁদেন তিনি
কান পেতে ঐ শোনো।
সন্তানেরা করলে বিবাদ
হুহু করে মন
সুখের আশায় সময় কাটে
হায়রে প্রতিক্ষণ!
মতের অমিল ভাইয়ে ভাইয়ে
হোক, হতেই পারে
পারো যদি শুধরে নেবে
আঘাত করো না রে।
দোষে-গুণেই আমরা সবে
হতেই পারে ভুল
তাই নিয়ে কি মাতবো সবাই
থাকবো মশগুল?
ধ্বংসলীলায় মাতি যদি
পরস্পরের প্রতি
আমরাই তো পড়বো ফাঁদে
দেশমাতারই ক্ষতি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।