ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শীতের ডাকে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
শীতের ডাকে | সুমন বিশ্বাস

শীতের ডাকে সাড়া দিয়ে ফুটলো গাঁদা ফুল
মধু খেতে সরষে ক্ষেতে মৌমাছি মশগুল।

খেজুর গাছ ডাক দিয়ে কয়
আয়রে গাছি আয়,
রসের হাঁড়ি বেঁধে দিবি-
আমার এ গলায়।



সে রসে ভরে দেবো যতো মনের সাধ
রসে ভরা পিঠে খাবি ভুলে অবসাদ।

পাটালি আর রস বানিয়ে
ভরবি তোদের ঘর,
চিড়ে মুড়ির সঙ্গে খাবি
তোর যখন অবসর।

বিষ্টিধারার মতো কিছু গাছের পাতা ঝরে
বসন্ত যে কাছাকাছি সেতো মনে পড়ে।

কুয়াশার ঘোমটা পরে
থাকে হিম সকাল,
ভীষণ শীতে বুড়োবুড়ির
দৃশ্যটা বেহাল!

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।