ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এই হয়ে যাই নরম মাটি | হুসাইন আজাদ

কবিতা / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এই হয়ে যাই নরম মাটি | হুসাইন আজাদ

এই হয়ে যাই নরম মাটি, এই হয়ে যাই ঘাস
পাখি হয়ে গাছের ডালে গড়ি কুটোর বাস।
এই হয়ে যাই দূর মেঠোপথ, এই হয়ে যাই মাঠ
সাদা পাতায় কালো রঙা গল্প-ছড়া পাঠ।


এই হয়ে যাই ফুলের বাগান এই হয়ে যাই ফুল
খিলখিলিয়ে হেসে ওঠা বোনের কানের দুল।
এই হয়ে যাই পদ্মা নদী, নদীর উছল ঢেউ
ভরদুপুরে ধানের ক্ষেতে উদাস সুরের কেউ।
এই হয়ে যাই দূরের আকাশ, জোছনারাতের চাঁদ
ঘুম পাড়ানি মায়ের কোলে গল্প করার ফাঁদ।
এই হয়ে যাই ঘরের উঠোন, উঠোন কোণের কল
স্নানের ডরে শীত-সকালে ঘুম না ভাঙার ছল।
এই হয়ে যাই চড়ুইভাতি ঘরপালানোর দোর
কী হতে চাই, কী হয়ে যাই! না, কাটে না ঘোর!

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।