ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ডানপিটে এক হলদে ফড়িং | আলমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ডানপিটে এক হলদে ফড়িং | আলমগীর কবির

নাচন নাচন রোদের নাচন
প্রজাপতির পাখায়,
ছন্দ ছড়ায় ব্যস্ত খোকন
নিজের ভুবন আঁকায়।
ছন্দ ছড়ায় গোলাপ বকুল
ফুলের বাগান আঁকে,
খোকার ছড়ায় মনটা ছোটে
কমলা নদীর বাঁকে।



খোকার ছড়ায় নীলের ফাঁকে
ধবল মেঘের সাঁকো,
একটা ঘুড়ি লেজ দুলিয়ে
বললো আমায় আঁকো।
ডানপিটে এক হলদে ফড়িং
ছানা ভাসছে বেশ,
খোকার ছড়ায় মায়ের মুখ
সঙ্গে হাসছে দেশ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।