ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

যেই আঁকি | আবুল কালাম বেলাল

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
যেই আঁকি | আবুল কালাম বেলাল

গাছ আঁকি মাছ আঁকি
ফুল আঁকি দুল আঁকি
মেঘ সাদা কালো
এতো আঁকি তবু মনে লাগে না তো ভালো।

বাঘ আঁকি নাগ আঁকি
ফল আঁকি বল আঁকি
ঘুড়ি লাল নীল
তবু মনে হাসে নাকো খুশি ঝিলমিল।


বই আঁকি মই আঁকি
ছাতা আঁকি জাঁতা আঁকি
আঁকি কত কিছু
ক্যানভাস রং-তুলি সব যেন মিছু।

শেষমেষ যেই আঁকি
আকাশের লাল পাখি
সবুজের বুকে
দুলে ওঠে এই মন আনন্দে সুখে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।