ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আমার জন্মভূমি | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, আগস্ট ১৮, ২০১৬
আমার জন্মভূমি | নাজিয়া ফেরদৌস

প্রিয় আমার জন্মভূমি বাংলাদেশের ছায়
দেশ বিদেশের খোকা খুকু এসো সবুজ নায়।
লাল টুকটুক সূর্য ওঠে রোজ ভোরে এইখানে
ফুল ফোটে রোজ শাখায় শাখায় পাখির মধুর গানে।


পানের ক্ষেতে, ধানের ক্ষেতে দোল দিয়ে যায় হাওয়া
নদীর কানে শোনায় তাদের ছোট্ট চাওয়া পাওয়া।
মায়ের আদর, বাবার স্নেহ, বোনের ভালোবাসা;
আদর সোহাগ দিয়ে সবার ছোট্ট কুঁড়ে ঠাসা।
দু’চোখ মেলে দেখো যদি অবাক হবে তুমি,
সবুজ ঘেরা অপূর্ব এই আমার জন্মভূমি!

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।