ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎ | আজিম হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
শরৎ | আজিম হোসেন

রৎ এলো নীল গগনে
শুভ্র মেঘের মেলায়,
উষ্ণ বাতাস বইছে যেন
ভাসছে শরৎ ভেলায়।

শরৎ এলো ওই সুদূরের
তাল গাছটা যে ঝাঁপিয়ে,
গুড়ুম গুড়ুম আচমকা মেঘ
আকাশ দিলো কাঁপিয়ে।

শরৎ এলো গাঁয়ের বাঁকা
মেঠো পথের কিনারায়,
দূর্বা ঘাসের পথ মাড়িয়ে
কিষাণ বধূর আঙ্গিনায়।

শরৎ এলো নদীর বাঁকে
কাশফুলেরই মেলাতে,
হইহুল্লোড়-উথাল-পাথাল
কিশোর মনটা দোলাতে।

শরৎ এলো কবির মনে
ছড়ায় ফুল সে ফোটাতে,
উজাড় করা আবেগ দিয়ে
মনের খোরাক মেটাতে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।