ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পাগল | জগলুল হায়দার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
পাগল | জগলুল হায়দার

নীতিন বোসের
তিনটে দোষের
একটা ছিল এই
খেলেই খাবার
পেট ভরে তার
বলতো খিদে নেই!

আরেকটা দোষ মস্ত
সূর্য গেলে অস্ত
ঘুম এলে তার চোখে
দুই চোখে সে
দেখতো না যে
কিছুই বিশ্বলোকে!

আরেকটা দোষ
বলবো কি ভাই
গোলমেলে সেই ভাষণ
ছুটতো না তার
চরণ তো আর
বসলে পেতে আসন!

এসব শুনে ডাক্তারে কয়
দোষ আসলে অন্য
ধরে বেঁধে পাবনা পাঠাও
সুস্থতারই জন্য।


বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।