ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সন্ধ্যা নদীর তীরে | জাহিদ জাবের

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
সন্ধ্যা নদীর তীরে | জাহিদ জাবের

টাপুরটুপুর গানের সুরে
শিশির মেয়ে হাসে
ভোর-বাতাসের কোলে চড়ে
হিম কিশোরী আসে।
বাড়তে থাকে বেলা
সারাটাদিন বৃষ্টি-রোদের
লুকোচুরি খেলা-
চলতে থাকে
আমন চারার পাতায় পাতায়
স্বপ্ন আঁকে-
কপাল পোড়া চাষি
দিনের শেষে বটের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি।


আকাশ নীলে সাঁতার কেটে
পাখি ফেরে নীড়ে
ঠাণ্ডা হয়ে আঁধার নামে
সন্ধ্যা নদীর তীরে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।