ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বা‌ঘে‌দের অ‌ভিনন্দন ‍| মো. মোসা‌দ্দেক হো‌সেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
বা‌ঘে‌দের অ‌ভিনন্দন ‍| মো. মোসা‌দ্দেক হো‌সেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‌বিজয় এ‌লো শারদ দি‌নে
‌মাশরা‌ফি‌দের হুংকার
কেঁ‌পে ও‌ঠে গর্জ‌নে‌তে
বাংলার মা‌টি বারবার।
মুশ‌ফি‌কেরা ক‌রে‌ছে লড়াই
বা‌ঘের সে কি থাবা!
ব্রি‌টিশ‌দের উ‌ড়ি‌য়ে দি‌য়ে
ক‌রে দিলো হাবা!
টাইগারদের ডোরা কাটা
লাল সবু‌জের গান
‌জ‌য়ের স্ব‌রে বাংলা‌দেশ
গ‌র্জে ওঠা প্রাণ।


বাঘগু‌লোকে তাই তো জানাই
অ‌ভিনন্দন হাজারবার
জ‌য়ের ধারায় বিশ্বজয়
লাল-সবু‌জের জয়কার।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।