ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্ব শিশু দিবস

খেলাঘরের শিশু চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
খেলাঘরের শিশু চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার

ঢাকা: বিশ্ব শিশু দিবস’২০১৬ উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসরের চিত্রাংকন প্রতিযোগিতা আগামী শুক্রবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

সকাল দশটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় চার বিভাগে অংশ নিতে পারবে শিশুরা।

পদ্মা বিভাগে প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণি (বিষয়: উন্মুক্ত), মেঘনা বিভাগে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি(বিষয়: উন্মুক্ত), যমুনা বিভাগে ৫ম থেকে ৭ম শ্রেণি (বিষয়: উন্মুক্ত) এবং ব্রহ্মপুত্র বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (বিষয়: মুক্তিযুদ্ধ) শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আগে ফরম পাওয়া যাবে। প্রতিযোগিতার পরই ফলাফল এবং পুরস্কার বিতরণ করা হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি থাকবেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও শিল্পী আবুল বারক আলভী। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।