ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিমান বসুর সঙ্গে খেলাঘর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিমান বসুর সঙ্গে খেলাঘর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

ঢাকা: ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসুর সঙ্গে সাক্ষাত করেছেন খেলাঘরের সংগঠক ও শিশু সদস্যরা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় হোটেল সোনারগাঁওয়ে বিমান বসুর সঙ্গে এ সাক্ষাত করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিনিধিরা।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, নুরুর রহমান সেলিম, প্রণয় সাহা ও আবদুল মতিন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল কুমার সরকার মিন্টু, খেলাঘর ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, সদস্য ফখরুল ইসলাম, জাতীয় পরিষদ সদস্য সুবর্ণা আফরিন এবং শিশু সদস্য পুলক গোস্বামী ও নওরিন খান।

খেলাঘরের পক্ষ থেকে কমরেড বিমান বসুকে ফুলেল শুভেচ্ছা এবং স্কার্ফ পরিয়ে দেওয়া হয়।

কমরেড বিমান বসু বলেন, খেলাঘর মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি জাতীয় শিশু-কিশোর সংগঠন। খেলাঘর শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখে। খেলাঘর শিশু-কিশোরদেরকে যোগ্য, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সুদীর্ঘকাল কাজ করছে।

এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।