ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূতের ছানা | আলাউদ্দিন হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ভূতের ছানা | আলাউদ্দিন হোসেন

একটি ভূতের আটটি ছানা-
সবগুলো তার কানা,
কানা হলেও লোক ঠকানো
মন্ত্র ওদের জানা!

পথের ধারে বটগাছেতে বেঁধেছে-
ওরা বাসা,
কানা হলেও পথিক পেলে
খেলে ওরা পাশা!

একলাপথিক পেলে ওরা-
লাগে তাহার পিছে,
কানা হলেও পথিক হাঁটলে
পায় যে ওরা দিশে!

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।