ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের মায়ায় | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
চাঁদের মায়ায় | সুমন বিশ্বাস

চাঁদটাকে ওই ধরবো বলে
ছুটছি তারই পিছে
সহস্রবার লম্ফ দিয়েও
চেষ্টা আমার মিছে।

চাঁদটাকে ওই ধরবো বলে
ছুটছি তারই পিছে
সহস্রবার লম্ফ দিয়েও
চেষ্টা আমার মিছে।
 
আমি যতই হাঁটছি জোরে
চাঁদটি ততই যাচ্ছে সরে
আশা আমি ছাড়ছি না তাও
নিশ্চয়ই চাঁদ ফেলব ধরে।


 
চাঁদের পিছে মিছে মিছে
হাঁটছি নাকি বৃথা!
সেই কথাটিও ভাবছি না আজ
এতই ব্যাকুলতা।
 
ছুটছি আমি চাঁদের পিছে
বাড়ির কথা ভুলে
চাঁদটাকে আজ পাইরে যদি
রাখবো ঘরে তুলে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।