ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শীতের পাখি | অালমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
শীতের পাখি | অালমগীর কবির পরিযায়ী পাখি/ছবি: সংগৃহীত

শাপলা ফোটা হাওর বিলে
নদীর চরে, বাওড় ঝিলে,
ঝাঁকে ঝাঁকে ভাসছে;

শাপলা ফোটা হাওর বিলে
নদীর চরে, বাওড় ঝিলে,
ঝাঁকে ঝাঁকে ভাসছে;

এই সবুজের আঙিনাতে
শীতের পাখি আসছে।

অনেক বাধার পথ এড়িয়ে,
বরফ শীতের দেশ পেরিয়ে,
বাংলা ওদের ঠিকানা;

এই প্রকৃতি বন্ধু ওদের
মৃত্যু মরিচিকা না।

বাংলা দেশের বন্ধু পাখি,
পরিবেশের বন্ধু রাখি,
নিরাপদে থাকুক ;

এই সবুজের দেশে ওরা
স্বপ্ন বুকে আঁকুক।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।