ছোটবেলার ঈদের কথা আর নতুন করে কি বলবো, বলেছি বহুবার। প্রতিবারই স্মৃতিকাতর হয়ে পড়ি।
নতুন সব সামগ্রী পেলেই খুশি, নয়তো কোন ঈদ হলো না এমন ধারণাটি ছিল না তখন। আমাদের সময় আনন্দ ছিল পণ্য নিয়ে নয়, ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর স্বাধীনতা!
ছোটবেলার ঈদের কথা আর নতুন করে কি বলবো, বলেছি বহুবার। প্রতিবারই স্মৃতিকাতর হয়ে পড়ি।