ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরতের চিঠি | আলমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
শরতের চিঠি | আলমগীর কবির শরতের চিঠি

শরতের চিঠি এলো শরতের চিঠি
আকাশের বুক সাদা মেঘের দিঠি।

দূর মাঠ প্রান্তরে সবুজের দোলা
তন্ময় হয়ে যায় কি তা ভোলা।

রেঙে ওঠে কাশবন, শাপলার বিল
পদ্মফুলের কুঁড়ি হাসে খিল খিল।

আকাশের বুকে চাঁদ আলোকের সিকি,
মিটিমিটি জেগে থাকে তারা ঝিকিমিকি।

তারাদের দেশে দেশে ছুটে যায় মন,
জোছনায় ভরে ওঠে হৃদয়ের কোণ।

শরতের চিঠি এলো ঝলমলে খাম,
চিঠি পেয়ে রেঙে ওঠে জোনাকির গ্রাম।
ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।