ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ডিসেম্বর ৩০, ২০১৭
দুটি ছড়া | শাহজাহান মোহাম্মদ প্রতীকী ছবি

শীত এলো

ঝিরঝির বাতাসে
শিহরণে গা
শিশিরটা ছুঁয়ে দেয় 
সবুজের পা।

সূর্যের হাসিটায়
নেই ঝিকমিক
কুয়াশার চাদরে
শীত এলো ঠিক।


জয়

এক দুই তিন
বেশি বেশি বই পড়ি
আসবে সুদিন।

চার পাঁচ ছয়
সত্যকথা সৎ পথে
নেই কোনো ভয়।

সাত আট নয়
দশে মিলে করি কাজ
হবে বড় জয়।

বাংরাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।