ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পরিযায়ী পাখি | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
পরিযায়ী পাখি | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

সাইবেরিয়া থেকে উড়ে এলো পরিযায়ী পাখি,
পক্ষীপ্রেমিক মুগ্ধ হলো, জুড়িয়ে গেলো আঁখি।
ঝাঁকে ঝাঁকে আসছে উড়ে হাজার পাখির দল,
উঠলো মেতে জাহাঙ্গীরনগর লেকের কালো জল।

হাজার হাজার মাইল ওরা পাড়ি দিলো উড়ে,
দর্শনার্থীর ঢল নেমেছে ওদের আগমনির সুরে।
বিরতিহীন সেই যাত্রাপথে নেই কোন ক্লান্তি,
শীতের সময় এখানেই খোঁজে জীবনের শান্তি।


 
বিভিন্ন রূপ প্রজাতিতে দেখতে লাগে দারুণ,
মনটা ওড়ে ওদের সাথে যেন রঙের বেলুন।
খাবার খোঁজে লেকের জলে মেঘের মতো ভেসে,
মন সকলের হারিয়ে যায় মুগ্ধতার আবেশে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।